পার্থ ঝা,মালদা(খবর7দিন প্লাস):- মহানন্দায় পাকা সেতুর দাবীতে গ্রামবাসীদের জোটবদ্ধ আন্দোলন। ভোট বয়কটের আওয়াজ তুলে গ্রামে তুমুল বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ তুলতে পুলিশ গেলে পুলিশের সামনেও জোরদার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চল এবং রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের মধ্যে বুক চিরে বয়ে গেছে মহানন্দা নদী।
এই নদীতে গ্রামবাসীরা বছরের পর বছর ধরে অস্থায়ী বাঁশ-কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করছেন। যা বর্ষাকালে ভেঙে যায়। ওই সময় গ্রামবাসীদের পারাপারের জন্য একমাত্র নৌকার উপরেই ভরসা করতে হয়। ফলে নদী পারাপার করতে গিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোয়াতে হয়। এই পরিস্থিতিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বাসীন্দারা দীর্ঘ বহু বছর ধরে নদীতে পাকাপোক্ত সেতুর দাবী জানিয়ে আসছেন। দাবী পূরণে মিলেছে প্রশাসনিক আশ্বাসও। কিন্তু ওই পর্যন্তই। এখনও পর্যন্ত পাকা সেতুর তৈরির ব্যাপারে কেন উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন এই অভিযোগ তুলে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন কলরামপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসীন্দারা।
'তারা এক হয়ে কনরামপুর গ্রামে তুমুল বিক্ষোভ দেখান। এবং অবিলম্বে পাকা সেতু তৈরির উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।



