পানাগড়ে কনকনে শীতে দরিদ্র পড়ুয়াদের পাশে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন — শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত ছোটরা

 

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- শীত নামতেই কাঁপছে পানাগড়। প্রতিবছরের মতো এবারও এলাকাজুড়ে নেমেছে কনকনে হাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তার মধ্যেই সমাজের দুস্থ শিশুদের পাশে দাঁড়ালেন "পানাগড় শ্রীদত্রী নারী শক্তি" নামের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শুক্রবার দুপুরে পানাগড় বাজার রেলপাড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রীর হাতে শীতের পোশাক ও চকলেট তুলে দেয় ওই সংগঠন। বিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়াই দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের। ফলে শীতবস্ত্র কেনা অনেকের পক্ষেই সম্ভব নয়। সেই কথাই মাথায় রেখে উদ্যোগ নেন সংগঠনের সদস্যরা।

উদ্যোক্তাদের বক্তব্য, “পানাগড়ে এমনিতেই শীত বেশি পড়ে। ঠান্ডায় কাবু স্থানীয় মানুষ। কিন্তু সরকারি বিদ্যালয়ের অনেক গরিব পরিবারের পড়ুয়া শীতের কাপড়ও জোগাড় করতে পারে না। তাই তাদের মুখে একটু হাসি ফুটাতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নয়, পানাগড়সহ আশেপাশের এলাকার আরও দুস্থ মানুষদের হাতেও শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের এই উদ্যোগে খুশির হাওয়া বইছে স্থানীয় মহলে।

নবীনতর পূর্বতন