সত্যনারায়ণ সিং,রানিগঞ্জ(খবর7দিন প্লাস):- পশ্চিমবঙ্গের আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিল্পাঞ্চলের রাজনীতি নতুন মোড় নিতে চলেছে। সব রাজনৈতিক দলই যেখানে নিজের জমি মজবুত করতে তৎপর, সেখানে তৃণমূল কংগ্রেস চোখ রেখেছে বামেদের ভোটব্যাঙ্কে। বিশেষ করে মাকপার প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরীকে ঘিরে চলছে প্রবল জল্পনা।
সম্প্রতি দলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাকপা বংশ গোপালকে বহিষ্কার করে। তারপর থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গেলেও, রাজনৈতিক মহলে জোর গুঞ্জন—তাঁকে তৃণমূল কংগ্রেসে আনা হতে পারে। সূত্রের খবর, তৃণমূলের এক প্রবীণ মন্ত্রী ইতিমধ্যেই রানিগঞ্জে বৈঠক করেছেন। এমনকি রানিগঞ্জ বিধানসভা আসন থেকেই তাঁকে প্রার্থী করার কথাও আলোচনায় রয়েছে।
রানিগঞ্জ রাজবাড়ির বাসিন্দা বংশ গোপাল চৌধুরীর শিল্পাঞ্চলের রাজনীতিতে দৃঢ় দখল ও প্রভাব বরাবরই স্বীকৃত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি তৃণমূলে এলে একদিকে মাকপার একটি বড় অংশ তাঁর সঙ্গে আসতে পারে, অন্যদিকে তৃণমূলের ভোটব্যাঙ্কও আরও শক্তিশালী হবে। বিশেষত হিন্দিভাষী অঞ্চলগুলিতে বিজেপির প্রভাব রুখতে তৃণমূলের পক্ষে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে শিল্পাঞ্চলের প্রতিটি আসনেই সুবিধাজনক অবস্থানে থাকতে মরিয়া তৃণমূল। তাই বাম ভোট টানতে বংশ গোপালের মতো অভিজ্ঞ নেতাকে দলে আনার চেষ্টা পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।
যদিও এ বিষয়ে বংশ গোপাল চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলেও তাঁর মোবাইল ফোন সুইচ অফ পাওয়া গেছে। তবুও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে—শিল্পাঞ্চলের রাজনৈতিক হাওয়া কি নতুন মোড় নিতে চলেছে?
পরিস্থিতি কোনদিকে গড়ায়, এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

