নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের চার মাইল এলাকায় ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ট্রেলার টোটোর পিছনে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন টোটো চালক প্রদীপ গায়েন এবং দুই মহিলা যাত্রী—মোল্লাপাড়ার বাসিন্দা সাদিয়া বিবি ও ফেরুন বিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিলোকচন্দ্রপুর থেকে দুই যাত্রীকে নিয়ে পানাগড়ের দিকে আসছিলেন চালক প্রদীপ গায়েন। আচমকা পিছন দিক থেকে আসা একটি ট্রেলার টোটোটিকে ধাক্কা মেরে চলে যায়। ধাক্কার জেরে টোটোটি রাস্তার ধারে জঙ্গলে পড়ে যায় এবং তিনজনই ছিটকে গুরুতর আহত হন।
ঘটনা চোখে পড়তেই এক পথচলতি ব্যক্তি খবর দেন পানাগড়ের পরিচিত ব্যক্তিদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিজেদের গাড়িতে করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই দুই মহিলা যাত্রীকে ভর্তি করা হয়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ট্রেলারটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। ট্রেলারটি দ্রুত গতিতে ধাক্কার পরই এলাকাছাড়া হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আপাতত আহতরা এখন চিকিৎসাধীন বলে জানা গেছে।


