বাংলাদেশ থেকে ফেরার পর অসুস্থ সোনালী বিবিকে দেখতে রামপুরহাট হাসপাতালে অনুব্রত মণ্ডল

 

নিজস্ব সংবাদদাতা,রামপুরহাট(খবর7দিন প্লাস):- দীর্ঘ পাঁচ মাস পর বাংলাদেশ থেকে নিজ জেলা বীরভূমে ফিরেছেন সোনালী বিবি। পাইকরে পরিবারের সঙ্গে দেখা-সাক্ষাৎ সেরে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করতেই তাঁকে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুরু হয় তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।

আজ সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে অন্তঃসত্তা সোনালী বিবির শারীরিক অবস্থার খোঁজখবর নেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ও SRDA-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তাঁর পাশাপাশি উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত, অশোক চ্যাটার্জী, রামপুরহাট টাউন প্রেসিডেন্টসহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।

সোনালী বিবির সঙ্গে কথা বলে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান অনুব্রত মণ্ডল। একই সঙ্গে তিনি তাঁকে আশ্বস্ত করে জানান— যে কোনও পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তাঁর পাশে রয়েছে।


নবীনতর পূর্বতন