নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
দুর্গাপুর মহকুমায় আগামী ৩১শে ডিসেম্বরের পর রেজিস্ট্রেশন ছাড়া কোনওভাবেই রাস্তায় টোটো চলাচল করতে দেওয়া হবে না—এমনই কঠোর নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এই সিদ্ধান্তের পর টোটো চালকদের মধ্যে রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই সমস্যার সমাধান দিতেই সোমবার বিকেলে কাঁকসা ট্রাফিক গার্ড ও দুর্গাপুর মহকুমা মোটর ভেহিক্যাল দপ্তরের আধিকারিকদের যৌথ উদ্যোগে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসা আন্ডার অঞ্চলে একাধিক টোটো দাঁড় করিয়ে চালকদের বিস্তারিতভাবে রেজিস্ট্রেশনের পদ্ধতি বোঝানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোটর ভেহিক্যাল দপ্তরের আধিকারিক সুকান্ত বাঘ ও অরূপ রতন মজুমদার, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি এবং ট্রাফিক পুলিশের কর্মীরা।
মোটর ভেহিক্যাল দপ্তরের আধিকারিক অরূপ রতন মজুমদার জানান, প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটোর যথাযথ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে—সেই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে চালকদের। তাঁর মতে, এর ফলে আগামী দিনে অবৈধ টোটোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি সেদিনই বেশ কয়েকটি স্কুল বাস এবং অন্যান্য যানবাহনের বৈধ নথিপত্রও পরীক্ষা করেন আধিকারিকরা।
কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি জানান, দুর্গাপুর থেকে মোটর ভেহিক্যাল দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করা হয়েছে। বহু টোটো চালককে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সরাসরি জানানো হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলেও এদিন কোনও টোটো আটক করা হয়নি।
টোটো চালকেরা জানান, এতদিন রেজিস্ট্রেশন নিয়ে তাঁদের মধ্যে বিভ্রান্তি ছিল। আধিকারিকরা যেভাবে বিস্তারিতভাবে বিষয়টি বুঝিয়েছেন, তাতে ভবিষ্যতে রেজিস্ট্রেশন করতে কোনও সমস্যাই হবে না বলে তাঁদের আশা।
প্রশাসনের এই উদ্যোগে টোটো চালকদের মধ্যে স্বস্তি ও সচেতনতার সঞ্চার ঘটেছে বলেই মনে করছেন সকলেই।



