নির্বাচন কমিশন বিজেপির বি-টিম হয়ে কাজ করছে,একটিও বৈধ ভোটার বাদ পড়লে ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লি অভিযানের হুশিয়ারি: অরূপ বিশ্বাস”

নিজস্ব সংবাদদাতা,বুদবুদ,(খবর7দিন প্লাস):-
নির্বাচন কমিশনকে বিজেপির “বি-টিম” হিসেবে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের তরফে নতুন করে তীব্র অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার বুদবুদের তৃণমূল কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক ও ওয়ার রুম পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বাংলায় বিজেপি ও নির্বাচন কমিশন মিলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চালাচ্ছে।

মন্ত্রী বলেন, “এসআইআর ফর্মকে কেন্দ্র করে বিজেপি যে ষড়যন্ত্র করছে, কমিশনও সেই কাজে সহায়তা করছে। এর বিরুদ্ধে তৃণমূল রাস্তায় নেমেছে সাধারণ মানুষকে সচেতন করতে।”

তিনি জানান, বহু মানুষ এসআইআর ফর্ম ফিলআপ করতে না পারায় সমস্যায় পড়ছেন। দলীয় কর্মীরাই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করছেন। মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, “তৃণমূল সবসময় মানুষের পাশে আছে।”

অরূপ বিশ্বাস এও মনে করিয়ে দেন যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এসআইআর ইস্যুতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং আগামী দিনে ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে প্রতিবাদ মিছিল করা হবে।

মন্ত্রী বলেন, “স্বাধীনতা আন্দোলনে প্রথম লড়াই করেছিল বাংলার মানুষ, ইংরেজদের দেশ ছাড়া করা হয়েছিল এখান থেকেই। এবার এসআইআর নিয়ে বিজেপিকে জবাব দেবে বাংলা।”

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই সহ অন্যান্য নেতারা। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষ করে ভোটার তালিকা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।


নবীনতর পূর্বতন