দীর্ঘ লড়াই শেষে দেশে ফেরা: পাইকরের সোনালি খাতুন এখন রামপুরহাট মেডিকেলে

নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):-দীর্ঘ আইনি জটিলতা ও টানাপোড়েনের পর অবশেষে বাংলাদেশ থেকে দেশে ফিরলেন বীরভূমের পাইকর এলাকার সোনালি খাতুন ও তাঁর ৮ বছরের ছেলে সাবির শেখ। শনিবার সীমান্ত পেরিয়ে মালদা মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখান থেকে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে তাঁদের নিয়ে যাওয়া হয় পাইকরের বাড়িতে।

পরিবার জানিয়েছে, নয় মাসের অন্তঃসত্ত্বা সোনালির দ্রুত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।

এদিন পাইকরের বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। পরিবারের দাবি, তাঁর সক্রিয় ভূমিকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছাড়া সোনালির দেশে ফেরা সম্ভব হত না। দেশে ফেরার পর মা ও ছেলের নিরাপদ চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনও সদা সতর্ক রয়েছে।

দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরে বর্তমানে চিকিৎসাধীন সোনালিকে ঘিরে স্বস্তির হাওয়া পরিবার ও গ্রামবাসীর মুখে।

নবীনতর পূর্বতন