অনলাইন গেমের ফাঁদে পড়ে খোয়াল লক্ষাধিক টাকা, পুলিশের তৎপরতায় উদ্ধার ১ লক্ষ ২২ হাজার

নিজস্ব সংবাদদাতা,পানাগড় (খবর7দিন প্লাস):-মোবাইল গেমের নেশা যে কতটা মারাত্মক হতে পারে, তারই এক চাঞ্চল্যকর উদাহরণ সামনে এল পানাগড় থেকে। অনলাইন গেম খেলতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হয়ে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা খোয়ান এক যুবক। তবে কাঁকসা থানার সাইবার সেলের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরল পরিবারে—খোয়া যাওয়া টাকার মধ্যে ১ লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।জানা গিয়েছে, পানাগড়ের বাসিন্দা রাজেশ জয়সওয়ালের ছেলে গত সেপ্টেম্বর মাসে মোবাইলে একটি অনলাইন গেম ডাউনলোড করে। শুরুতে সামান্য টাকা বিনিয়োগ করে কিছু অর্থ ফেরত পাওয়ায় তার লোভ আরও বেড়ে যায়। এরপর একাধিক ধাপে রাজেশবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে তুলে নেওয়া হয় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা।

অক্টোবর মাসে ব্যাঙ্কের পাসবুক আপডেট করতে গিয়ে পরিবারের নজরে আসে এই আর্থিক অনিয়ম। বিষয়টি জানার পরই রাজেশবাবু দ্রুত কাঁকসা থানার সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ।

প্রায় দেড় মাস ধরে তদন্ত চালিয়ে অবশেষে সাফল্য আসে। কাঁকসা থানার পুলিশ উদ্ধার করে ১ লক্ষ ২২ হাজার টাকা। বুধবার উদ্ধার হওয়া টাকার চেক রাজেশ জয়সওয়াল ও তাঁর স্ত্রীর হাতে তুলে দেন কাঁকসা থানার আইসি প্রসূন খাঁ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

খোয়া যাওয়া টাকার একটি বড় অংশ ফিরে পেয়ে কাঁকসা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজেশবাবু। তাঁর স্ত্রী জানকি জয়সওয়াল জানান, “ব্যাঙ্কের পাসবুক আপডেট করতে গিয়েই বিষয়টি ধরা পড়ে। এরপর ছেলের কাছ থেকে সব জেনে সঙ্গে সঙ্গে থানায় যাই। পুলিশের সাহায্যেই আজ আমরা এই টাকা ফিরে পেয়েছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সতর্কবার্তা দিচ্ছেন পুলিশ প্রশাসন—অনলাইন গেম ও দ্রুত টাকা আয়ের প্রলোভনে পড়লে বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

নবীনতর পূর্বতন