নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):-
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা–পাচামি কয়লা শিল্পকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কর্মচাঞ্চল্য তুঙ্গে। উন্নয়নের রঙিন প্রচারের আড়ালে প্রকল্প এলাকার বহু যোগ্য জমিদাতা পরিবার এখনো মুখোমুখি কঠিন হতাশার। বঞ্চনার অভিযোগ তুলে তারা জানাচ্ছেন—আলোচনার বহু আশ্বাস মিললেও সমস্যার সমাধান যেন অধরাই রয়ে গেছে।
স্থানীয়দের দাবি, প্রকল্পের নামে জমি নেওয়া হলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সরকারি সুবিধা অনেকের কাছেই পৌঁছয়নি। বিশেষ করে প্রত্যাশিত চাকরির নিশ্চয়তা না পাওয়ায় ক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের দফতরে দফতরে ঘুরেও নেই কোনো স্পষ্ট উত্তর বা স্থায়ী সমাধান।
জমিদাতাদের আক্ষেপ
“আমরা প্রকল্পের বিরোধী নই। কিন্তু যার জমি গেছে, তার ন্যায্য অধিকার কেন থাকবে না? উন্নয়নের নামে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে কেন?”
আন্দোলনকারী সংগঠনগুলোর স্পষ্ট বক্তব্য, যোগ্য জমিদাতাদের পূর্ণ ক্ষতিপূরণ, পুনর্বাসন, প্রকল্প-সুবিধা ও সরকারি সহায়তার নিশ্চয়তা না মিললে সংগ্রাম চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।
গ্রামবাসীরা হতাশ সুরে বলছেন—
“দিন যায়, বছর যায়… আশার আলো দেখা তো দূরের কথা, অন্ধকার যেন আরও ঘন হয়ে নামছে।”
এখন পুরো দেউচা-পাচামি এলাকা তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে—সমাধানের আলো কি ফুটবে, নাকি আরও তীব্র আন্দোলনের পথে হাঁটবে এলাকা? সময়ই তার উত্তর দেবে।



