সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):- বিজেপির রাজ্য সভানেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক আগ্নিমিত্রা পাল আজ সকালেই আকস্মিকভাবে ডামরার কাছে দামোদর নদীর বালুঘাটে হানা দেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ বালি খনন ও পাচারের বিরুদ্ধে এদিন তিনি কড়া অবস্থান নেন। ঘটনাস্থলে থাকা একাধিক ওভারলোড ট্রাক ও হাইভারের চাবি তিনি সরাসরি জব্দ করে চালকদের সতর্ক করে দেন।
ঘাটে দাঁড়িয়েই আগ্নিমিত্রা পাল ক্ষোভ উগরে বলেন, “দিন-রাত একনাগাড়ে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। ওভারলোড ট্রাক কলকাতা সহ বিভিন্ন জেলায় বালি পাঠাচ্ছে, অথচ স্থানীয় মানুষদের একটি ট্র্যাক্টর বালিও মিলছে না। এভাবে আর চলতে দেওয়া হবে না। যার কাছে বৈধ চালান থাকবে শুধু তাদেরই বালি তোলার অনুমতি দেওয়া হবে— প্রশাসন নির্ধারিত পরিমাণের এক দানা বালিও বেশি লোড করলে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বিধায়কের অভিযোগ, অবৈধ খনন ও পরিবহন চললেও পুলিশ নির্বিকার। আগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন— অবিলম্বে যদি এই অবৈধ বালি ব্যবসায় লাগাম না টানা হয়, তবে তিনি নিজেই রাস্তায় নেমে আন্দোলনে নামবেন।
বিধায়কের এই আকস্মিক তৎপরতায় বালুঘাটে তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাঁর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই বালি মাফিয়াদের দাপটে নাজেহাল ছিল সবাই, কিন্তু আজকের এই অভিযানে মাফিয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এখন নজর প্রশাসনের দিকে অবৈধ বালি খনন ও পাচার রোধে পুলিশ কত দ্রুত ও কতটা কার্যকরী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।




