তালসারিতে জালে ধরা পরে বিশাল সমুদ্র দানব! প্রায় ৫০ কুইন্টালের মহাহাঙ্গর উঠে এলো তীরে


নিজস্ব সংবাদদাতা,দীঘা(খবর7দিন প্লাস):-দীঘার অদূরে বাংলা–ওড়িশা সীমান্তের তালসারি উপকূলে সমুদ্র থেকে ধরা পড়ল এক বিরল দৃশ্য—প্রায় ৫০ কুইন্টাল ওজনের এক বিশালাকার হাঙ্গর মাছ। বুধবার সন্ধ্যায় মাছ ধরার সময় হঠাৎ মৎস্যজীবীদের জালে উঠে আসে মহা-আকারের এই হাঙ্গর।

একটি নৌকার পক্ষে এত বড় মাছকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে পড়ায়, তারা দ্রুত আরেকটি নৌকাকে খবর দেন। দুই নৌকার মৎস্যজীবীদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত হাঙ্গরটিকে আয়ত্তে এনে তীরে তোলা সম্ভব হয়।

স্থানীয় মৎস্যজীবীদের দাবি, এত বড় মাপের হাঙ্গর এই উপকূলে আগে কখনও দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনোভাবে দলছুট হয়েই এদিকের জালে পড়ে যায় সমুদ্রের এই মহা শিকারি।

হাঙ্গরটিকে তালসারি সৈকতে আনার পরই কৌতূহলী মানুষের ভিড় উপচে পড়ে। পর্যটকরা এমন দৃশ্য জীবনে একবারই দেখতে পায়—তাই মোবাইল ক্যামেরা হাতে মুহূর্তটি বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে।

খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। স্থানীয় সূত্রে জানা যায়, আজই মাছটিকে দীঘায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা এই বিশাল হাঙ্গরের প্রজাতি, স্বাস্থ্য এবং চলনপথ নিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করবেন।

বিজ্ঞানীরা মনে করছেন, দীঘা–তালসারি উপকূলে এই ধরনের অস্বাভাবিক হাঙ্গর আগমন সমুদ্রের পরিবর্তিত পরিবেশ, খাদ্যের সন্ধান বা প্রজননচক্রের কারণেও হতে পারে। তদন্তের মাধ্যমে এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পর্যটকদের ভিড়ে তালসারির সৈকত কার্যত উৎসবমুখর হয়ে উঠেছে। বিশাল সমুদ্র দানবকে এক নজর দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামছে।

নবীনতর পূর্বতন