মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):- বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের মিশ্রপাড়া এলাকায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তারকনাথ মিশ্রর। স্থানীয় বাঁকুড়া সেবা নিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত বলে ঘোষণা করেন। কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুজনই দক্ষিন ভারতে থাকায় তাঁরা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেননি। ছেলে ও মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া সেবা নিকেতন নার্সিংহোমে কুলিং চেম্বারে তা সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। মৃতদেহ সংরক্ষণের জন্য ঘন্টা পিছু মোটা অঙ্কের বিল দাবী করে নার্সিংহোম কর্তৃপক্ষ। তা দিতেও রাজী হয় মৃতের পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে আজ মৃতের ছেলে ও মেয়ে বাঁকুড়ায় ফিরলে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিংহোমে যান। অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ নেওয়ার আগে তীব্র গন্ধের আতর নিয়ে আসার কথা বলে। এতেই সন্দেহ হয় পরিবারের। পরে কুলিং চেম্বার থেকে দেহ বের করে আনতে গেলে মৃতের পরিজনেরা দেখেন দেহে রীতিমত পচন ধরেছে।
আর এতেই নার্সিংহোমের মেইন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। মৃতের পরিজনদের দাবী দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন তা ব্যবহার না করেই সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবীতে সরব হয়েছেন মৃতের পরিজন ও এলাকাবাসী। দেহটি সংরক্ষণের ক্ষেত্রে গাফিলাতি যে হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে তাঁদের সাফাই যান্ত্রিক গোলযোগের কারনেই এমনটা হয়েছে।