বাঁকুড়ার বরজোড়া এলাকায় সোস্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান পোস্ট করায় পাকড়াও যুবক



নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া,(খবর7দিন প্লাস):- গতকাল সন্ধ্যায় এক যুবক স্যোশাল মিডিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়া জেলার বোরজোড়া এলাকায়। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করেন। ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়। উল্লেখ্য ওই যুবক বড়জোড়া এলাকায় ফেরিওয়ালা হিসেবে কাজ করে বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে তারা সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করছিলেন । 
ঘটনাস্থলে স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত হন এবং বিষয়টির কড়া প্রতিবাদ জানান। পরে ওই দুই যুবককে বড়জোড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে। পুলিশের পক্ষ জানা গেছে ধৃত ইসলাম শেখ কে আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। তদন্তের পরেই জানা যাবে, এর পেছনে কোনো সংগঠিত চক্রান্ত রয়েছে কিনা
নবীনতর পূর্বতন