নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- বেলডাঙ্গা থানার পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে মজ্জমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক—মোমিন মল্লিক (২০) ও হোসেন মল্লিক (২৬)—কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভোডাফোন, বিএসএনএল, আইডিয়া, এয়ারটেল ও জিও সংস্থার মোট ১,১৮৩টি অবৈধ সিমকার্ড উদ্ধার করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা পুরনো কীপ্যাড মোবাইল সংগ্রহ করে অবৈধভাবে সিমকার্ড ব্যবহার করত। পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে এবং তদন্ত চলমান। জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার ও সন্দেহজনক তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।