বিশ্ব মাদক বিরোধী দিবসে বারাবনি থানার পক্ষ থেকে স্কুলের বাচ্চাদের সাথে নিয়ে সচেতনতামূলক র‍্যালি

 

কাজল মিত্র,আসানসোল,(খবর7দিন প্লাস):- বিশ্ব মাদকবিরোধী দিবসে সচেতনতা র‍্যালি।বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি

থানার পক্ষ থেকে এক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় বারাবনি ব্লক এলাকায় এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।র‍্যালিতে বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি,বারাবনি আবগারি বিভাগের আধিকারিক মিরাজ হুসেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূজা মান্ডি ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ 

থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করেন।এছাড়াও, স্থানীয় দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সক্রিয়ভাবে অংশ নেয়।র‍্যালিতে মাদকের কুফল ও তা বর্জনের গুরুত্ব সম্পর্কে সমাজকে সচেতন করতে বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

এদিন স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে বারাবনি ব্লক এর কাছে থেকে দোমহানি বাজার হয়ে বারাবনি থানা মোড় পর্যন্ত এই র‍্যালি বের করে এবং জনগণকে সচেতন করে।এদিন বারাবনি আবগারি বিভাগের আধিকারিক মিরাজ হুসেন জানান 

“মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করতে চাই।”উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রতি বছর ২৬ জুন মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়। বারাবনি এলাকায় এই র‍্যালির মাধ্যমে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নবীনতর পূর্বতন