বীরভূমের ইলামবাজারে মুখ্যমন্ত্রীর জনসভায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস।।

 

 জয়ন্ত মন্ডল ,বীরভূম,(খবর7দিন প্লাস):- দুদিনের সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বীরভূমে। গতকাল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক এবং দুপুরে বাংলা ভাষা রক্ষার সংগ্রাম এবং বাঙালীর অস্তিত্ব রক্ষার লড়াই এর জন্য এক প্রতিবাদ মিছিলে অংশ নেন। আজ মঙ্গলবার ইলামবাজার মিলের মাঠে অনুষ্ঠিত হয় প্রশাসনিক সভা। সেই প্রকাশ্য সভা থেকে সরকারী পরিষেবা প্রদানের সঙ্গে ৬৫৮ কোটি টাকার ৭৫১ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার সাথে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ  সূচনা হয়। তারপর শুরু হয় পরিষেবা প্রদান বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের প্রথম সারিতেই অজয় নদের উপর নবনির্মিত "জয়দেব সেতু'র" এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এর মধ্য দিয়ে উদ্বোধন করেন । সেতু নির্মাণে খরচ হয়েছে ১৬৩ কোটি টাকা। এছাড়া সিউড়ি সদর হাসপাতালে উন্নতমানের সিসিইউ পরিষেবা,জেলার বিভিন্ন প্রান্তের স্কুল শ্রেণিকক্ষ, গ্রামীণ রাস্তা,আইসিডিএস নবনির্মিত ভবন, পানীয় জল এমন বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের তালিকা ঘোষণা করেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সোমাহর্তা বিধান রায়,পুলিশ সুপার আমন্ডপ,মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল,বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং জেলা দলীয় কর্মকর্তারা। এই প্রশাসনিক বৈঠকে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। নিরাপত্তার জন্য লাগানো হয় সিসিটিভি ক্যামেরা, সাথে ড্রোন ক্যামেরা এবং প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা ছিল।।



নবীনতর পূর্বতন