মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া(খবর7দিন প্লাস):-আপদকালীন পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করবে রেল পুলিশ তারই এক মহড়া হয়ে গেল বাঁকুড়া রেলওয়ে স্টেশনে। সোমবার সাতসকালে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে আরপিএফের আধিকারিক ও ফোর্স আপদকালীন পরিস্থিতির আগাম প্রস্তুতিহিসেবে এই মহড়া চালায়। রেলের যাত্রী সুরক্ষা পাশাপাশি নিরাপত্তা বিষয়ে সামনেই রেখে এছাড়াও ১৫ ই আগস্ট তার আগে এই বিশেষ মহড়া রেল পুলিশের।
রেল লাইনে বোমাতঙ্ক সহ বিভিন্ন বিষয় সম্পর্কিত দুর্ঘটনার সময় উপস্থিত হলে রেল পুলিশের পক্ষ থেকে যা করণীয় তাই দিন মহড়ার মধ্য দিয়ে তুলে ধরা হয়। এমনকি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় এই ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে এলাকা পরিত্যাগ করা সহ কোনরকম প্যানিক সৃষ্টি যাতে না হয় তার দিকে খেয়াল রাখার বার্তা দেওয়া হয় এই মহড়া থেকে।