জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- আজ ৩০ শে আগস্ট ২০২৫ বেলা 11:30 পর্যন্ত পোস্ট অফিসের তালা খোলে নি। গ্রাহকরা দাঁড়িয়ে পোস্ট অফিসের সামনে। গ্রাহকরা জানায় এই পোস্ট অফিস নিয়মিত খোলা হয় না।তাদের অনেকেরই অভিযোগ পোস্ট অফিস নিয়মিত খোলা না হওয়ায় প্রতিদিন এবং প্রতি মুহূর্ত আমাদের মতো খেটে খাওয়া সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়তে হয়। এমনকি পোস্টমাস্টার বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ এনেছেন ২-১জন গ্রাহক। ঘটনাটি বীরভূমের ইলামবাজার ব্লকের অন্তর্গত ডুমরুট শাখা ডাকঘরের।এখানে পোস্টমাস্টার রয়েছেন অলিভিয়া জানা।
পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা কর্মসূত্রে তিনি বোলপুরে থাকেন এবং ২০২৩ সালে তিনি এই ডাকঘরে যোগদান করেন। কেন খোলা হয়নি এই প্রশ্ন তাকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার শরীর খারাপ। নিয়মিত খোলা হয় না এবং দেরি করে পোস্ট অফিসে আসেন সে কথাও তিনি স্বীকার করেন। এখন এই ঘটনায় গ্রাহকদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। গ্রাহকদের একটাই দাবি পোস্ট অফিস নিয়মিত খুলতে হবে এবং সাধারণ মানুষদেরকে সঠিক পরিষেবা দিতে হবে।টাকা জমা বা তোলার ক্ষেত্রে তাদের দারুন অসুবিধা হয়। সে কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান পোস্ট অফিসের গ্রাহক পূর্ণিমা গড়াই, ধীরেন ঘোষ আরো অনেকে।।