"জয় শ্রীরাম" বিতর্কে সরগম পানাগড়-দুর্গাপুরের রাজনীতি

নিজস্ব সংবাদদাতা, পানাগড়-দুর্গাপুরে(খবর7দিন প্লাস):- “জয় শ্রীরাম” বিতর্কে সরগরম রাজনীতি, সামনে এলো বাংলা পক্ষের দাবি, তৃণমূল বিজেপির তরজা। দুর্গাপুর শহরে হঠাৎই চাঞ্চল্য ছড়াল একটি বাসকে ঘিরে। প্রান্তিকা থেকে দুর্গাপুরগামী রুটের এক বেসরকারি বাসে হিন্দি ভাষায় লেখা ছিল “জয় শ্রীরাম”। আর সেই লেখার উপরেই সাঁটা হলো সাদা  কাগজ। দাবি তুলল বাংলা পক্ষ,“বাংলার বুকে আগে বাংলায়, তারপর অন্য ভাষা।” বাসের চালক প্রবীর কুন্ডু বলেন, “২৫ বছর ধরে এই রুটে গাড়ি চালাই। কখনো এরকম হয়নি। হিন্দি লেখার কারণে তারা কাগজ লাগিয়ে দিল। আমাকে অনুরোধও করেছে, আগে বাংলায় লিখতে। পরে ইংরেজি বা অন্য ভাষা থাকুক, তাতে আপত্তি নেই।” বাংলা পক্ষের সদস্য চঞ্চল বণিক জানালেন, “আমাদের আন্দোলন কোনো স্লোগানকে কেন্দ্র করে নয়। আমরা চাই আমাদের রাজ্যে বাংলাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হোক। বিহার বা উত্তরপ্রদেশ থেকে মানুষ পরিষেবা নিতে আসতেই পারেন, তাতে আপত্তি নেই। কিন্তু আমরা বাঙালি হয়েও যদি বাংলার বুকে বাংলাকে পিছিয়ে দিই, তা মানা যায় না।” রাজনৈতিক তরজাও জুড়েছে সঙ্গে। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, “‘জয় শ্রীরাম’ নিয়ে এভাবে বিরোধিতা আসলে তৃণমূলের মদতেই হচ্ছে। বাংলায় স্লোগান চাপিয়ে দিয়ে অন্য ভাষা মুছে ফেলা হচ্ছে।” পাল্টা কটাক্ষে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রমা প্রসাদ হালদার বলেন, “বাংলা পক্ষ নিজেদের মতো আন্দোলন করছে। কিন্তু বিজেপি সবেতেই রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। অন্য রাজ্যে যখন বাঙালিদের উপর আক্রমণ হয়, তখন তো বিজেপির কোনো নেতা মুখ খোলেন না। বাংলার গর্ব নিয়ে আজ তাদের এত মাথাব্যথা কেন?”

অন্যদিকে:- দুর্গাপুরে মিনিবাসে বাংলা পক্ষ হিন্দি ভাষায় লেখা জয় শ্রী রাম লেখা ঢেকে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নামল রামনবমী মহোৎসব কমিটির সদস্যরা । মঙ্গলবার বিকালে পানাগর বাজার রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে পানাগর বাজারে একটি প্রতিবাদ পথসভা করে পাশাপাশি জিটি রোডের উপর যাতাযাতের বাস লরির ওপরে হিন্দি ও বাংলায় লেখা জয়শ্রী রামের স্টিকার চিটিয়ে প্রতিবাদ। এদিন রাস্তায় নেমে তারা বাংলা পক্ষের প্রতিবাদে বাংলা পক্ষ দূর হাটো স্লোগান দেয় । ভারত বর্ষ সর্ব ধর্মের সর্ব ভাষাভাষী সম্প্রদায়ের দেশ তাছাড়া 

বেশ কয়েকটি ভাষাকে ভারতবর্ষে প্রধান প্রাধান্য দেওয়া হয়েছে তার মধ্য একটি হিন্দি । সেখানে কিভাবে এমন কাজ করলেন বাংলা পক্ষ তাই তারা বলেছেন  কোন রাজনৈতিক দলের মদত নিয়ে বাংলা পক্ষ দুর্গাপুরের হিন্দিতে জয় শ্রী রাম লেখাটি মুছে দিয়েছে ধিক্কার জানিয়েছে সেই বাংলা পক্ষকে যদি আগামী দিনে এরকম ঘটনা আবারো ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে হিন্দি ভাষাভাষীর সংগঠনগুলি এমনটাই হুঁশিয়ারি দিলেন এই দিনের প্রতিবাদ সভা থেকে ।

নবীনতর পূর্বতন