দুর্গাপুরের যৌনপল্লী থেকে গ্রেপ্তার এক দালাল সহ দুই বাংলাদেশী যুবতী*

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- জানা গেছে দুর্গাপুরে ৩৪ নম্বর ওয়ার্ডের কাদারোডের দুর্বার সমিতিতে ভুয়া আধার কার্ড জমা দিয়ে দুই যুবতীকে যৌনকর্মীর পেশায় যুক্ত করতে আসে এক যুবক। আধার কার্ড দেখে দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারে তারা বাংলাদেশের বাসিন্দা। এবং তারা দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যৌন পেশায় যুক্ত ছিলেন।কাদারোডের দূর্বার সমিতির বোর্ড মেম্বাররা জানিয়েছেন ওই যুবক বাংলাদেশী যুবতীদের যৌন পেশায় যুক্ত করার জন্য একজনকে নদীয়া জেলার চাকদহের তিশা শেখ এবং অন্যজনকে হুগলির রবীন্দ্রনগরের বাসিন্দা কোয়েল মিস্ত্রি নামের ভুয়া আধার কার্ড বানিয়ে 


দুর্গাপুরের কাদারোডে নিয়ে আসে। দুর্বার সমিতির বোর্ডের মেম্বাররা দালাল সহ দুই যুবতীকে আটক করে ওয়ারিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এবং সেখান থেকে পুলিশ আধিকারিকরা এসে বাংলাদেশী দুই যুবতি সহ ওই দালালকে আটক করে নিয়ে যায়।

নবীনতর পূর্বতন