দ্বিতীয় বছর খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা করল পানাগড় রেলপার সারদাপল্লী সার্বজনীন দুর্গাপূজা।

 


নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-দ্বিতীয় বছরে পদার্পণ করল পানাগড়ের রেলপাড় সারদাপল্লীর দুর্গাপুজো। শনিবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে খুঁটি পূজার মাধ্যমে এ বছরের পূজোর সূচনা করা হয়।এদিন রীতি মেনে মহা ধুমধামে উৎসাহের সাথে খুঁটি পুজো সম্পন্ন হয়। পূজোর উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর তাদের পূজো দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। গত বছর তাদের পুজো ছোট করে হলেও এবছর উৎসবের আনন্দে কোনরকম খামতি থাকবে না। 

পাড়ার সকলে মিলে বিশেষ করে মহিলারা এই পুজোর প্রধান দায়িত্ব গ্রহণ করেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, পাড়ার মহিলারা বড় বড় মণ্ডপে গিয়ে পূজোর অনুষ্ঠানে যোগ দিলেও তারা শান্তিভাবে পুজো দিতে পারতেন না। তাদের পুজো ছোট আকারে হলেও সারদা পল্লীর মানুষেরা শান্তি মত মা দুর্গার আরাধনা করতে পারবেন এবং পুজো দিতে পারবেন।

নবীনতর পূর্বতন