নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান(খবর7দিন প্লাস):- বাঁকুড়া মোড় সংলগ্ন চকপুরোহিত এলাকায় টোল ট্যাক্সের সেড বসানোর কাজের জন্য সাময়িকভাবে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের দপ্তর থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ই আগস্ট মঙ্গলবার রাত ১০টা থেকে ৬ই আগস্ট বুধবার ভোর ৫টা পর্যন্ত এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে টোল ট্যাক্সের সেড বসানো সহ একাধিক পরিকাঠামো গত কাজ চলবে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।জরুরি প্রয়োজনে যাত্রীদের স্থানীয় থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিকল্প রাস্তায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। জনসাধারণের অসুবিধা যাতে না হয়, তার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।