নিজস্ব প্রতিনিধি,কাঁকসা(খবর7দিন প্লাস):- কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।সেইমত মঙ্গলবার বিকালে কাঁকসার রাজবাঁধে বিজেপি কর্মীরা বিক্ষোভে নামে।এদিন ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।বিজেপির বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভ উঠিয়ে দেয়।
অন্যদিকে একটু ইস্যুতে এদিন পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কের চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা।সেখানেও কাঁকসা থানার পুলিশ পৌঁছে অবরোধ উঠিয়ে দেয়।