জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে সুখ-সমৃদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশের জন্মদিন। তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় গণেশ জয়ন্তী অর্থাৎ গনেশ পূজা। গৃহস্থ বাড়ির পাশাপাশি ব্যবসায়ীরা সার্বজনীন ভাবেও এই গণেশ চতুর্থীতে গণেশ পুজো অনুষ্ঠিত হয়।গনেশ পূজা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি হিন্দু ধর্মের দেবতা গণেশের জন্মদিন হিসেবে ধরা হয়। জ্ঞান ও সমৃদ্ধির দেবতা হিসেবে বীরভূমের জয়দেব কেন্দুলির রথতলার ব্যবসায়ীবৃন্দের সহযোগিতায় আজ সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা। এবছর এই পূজা পঞ্চম বর্ষে পদার্পণ করলো।
জয়দেব রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় ব্যবসায়িক স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে অন্যান্য বছরের মত এ বছরও লাইট, প্যান্ডেল সহযোগে সেজে ওঠে পূজা মন্ডপ। এই গনেশ পূজায় ব্যবসায়ীগণ থেকে শুরু করে সাধারণ মানুষ মেতে উঠেছে।রথতলা গণেশ পুজো ব্যবসায়ীগনদের সহ-সভাপতি সৌমেন মন্ডল , সভাপতি অজিত হাজরা তিনি জানান রথতলার ব্যবসায়ীরা এবং স্থানীয় মানুষজনের উদ্যোগে এই পুজো উৎসব এক অন্য মাত্রা নিয়ে আসে। আগামী দিনে এই গণেশ পূজার আয়োজন আরো উন্নত মানের করা হবে বলে তারা আশাবাদী।জয়দেব কেন্দুলির প্রশাসনের সহযোগিতা ও নিরাপত্তা এই গণেশ পুজোয় কঠোরভাবে দেখতে পাওয়া যায়।।