নিউজ ডেক্স,(খবর7দিন প্লাস):- বিহারে প্রথম পর্বে ভোট ৬ নভম্বর। হাতে সময় খুবই কম। ইতিমধ্যে রাহুল গান্ধী বার বার করে সভা-সমিতি করেছেন বিহারে। এবার পুরো গান্ধী পরিবার। বিহারে প্রথম দফার নির্বাচনের প্রচারে যাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের সংসদীয় দলনেতা সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বিহারে প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর। ফলে প্রচারের জন্য হাতে সময় আছে আর দিন সাতেক। কংগ্রেস সূত্রে খবর, দলের তরফে প্রথম দফার নির্বাচনের জন্য বারো নেতার নাম স্টার ক্যাম্পেনার হিসেবে পেশ করা হয়েছে। এক দু’দিনের মধ্যে শীর্ষনেতারা পাটনায় পৌঁছে যাবেন। খাড়গে এবং গোটা গান্ধী পরিবার প্রচারে অংশ নেবেন বলে ঠিক থাকলেও বেশিরভাগ সভা করবেন রাহুল ও প্রিয়াঙ্কা। সেই অর্থে ইন্ডিয়া জোট না থাকলেও এবার তেজস্বী যাদবকে সামনে রেখেই সকলে এগোচ্ছে।
প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করে হাইকমান্ড শীর্ষ চার নেতার জন্য আসন বাছাই করছে। ইতিমধ্যে দলের দুই সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা বিহারে প্রচার চালাচ্ছেন। এক দফা প্রচার করে এসেছেন বাংলার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে প্রচারে যাচ্ছেন। একই সময় রাহুল-প্রিয়াঙ্কাদের ময়দানে নামাতে চায় কংগ্রেস। সোনিয়া এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। তবে তিনি দু’তিনটির বেশি সভা করবেন না।

