সত্যনারায়ণ সিং,রাণীগঞ্জ(খবর7দিন প্লাস):- টোটো পরিবহন নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের নির্দেশে রুট নির্ধারণ ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই অনুযায়ী বুধবার রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় জেলা পরিবহন দপ্তর ও রাণীগঞ্জ ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ১৪টি টোটো আটক করা হয় এবং নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবহন দপ্তরের আধিকারিক পি. চ্যাটার্জি, সগনিক দাস এবং রাণীগঞ্জ ট্রাফিক বিভাগের প্রভারী অনন্ত রায়সহ অন্যান্য ট্রাফিক কর্মীরা।
টোটো চালকদের অভিযোগ, তাদের কোনো পূর্ব-তথ্য না দিয়ে ব্রিজের নিচে ডেকে এনে টোটো জব্দ করা হয়েছে, অথচ কোথায় রেজিস্ট্রেশন হবে, কত টাকা লাগবে, কত সময় লাগবে—এসব বিষয়ে কোনো পরিষ্কার ধারণা দেওয়া হচ্ছে না। তারা জানান, রেজিস্ট্রেশন নিয়ে কারও আপত্তি নেই, কিন্তু “পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও পরিষ্কারভাবে জানা উচিত।”
চালকদের আরও দাবি, রাণীগঞ্জের টোটো যেন রাণীগঞ্জ এলাকাতেই চলতে পারে, বাইরে থেকে আসা টোটোদের রায়নিগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করা উচিত।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মোটর ভেহিকল অফিসার পি. চ্যাটার্জি জানান,
সরকারি নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। টোটো চালকদের দেড় মাস সময় দেওয়া হলেও অনেকেই রেজিস্ট্রেশনের জন্য এগিয়ে আসেননি। তাই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান -“আজ যাদের টোটো আটক হয়েছে, তাদের ওপর কোনো জরিমানা কিংবা পার্কিং চার্জ ধার্য করা হবে না। শুধু রেজিস্ট্রেশন করানোই বাধ্যতামূলক।”
পি. চ্যাটার্জি জানান, টোটো চালকদের আসানসোল কোর্টের কাছে অবস্থিত আরটিও অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন খরচ বা রুট সংক্রান্ত সমস্ত তথ্যও ওই দপ্তর থেকেই দেওয়া হবে।
টোটো চালকদের অসন্তোষের মধ্যেও জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে—
রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় কোনও টোটো চলতে দেওয়া হবে না।



