সংক্রান্তির পুণ্যস্নানে মুখর জয়দেব কেন্দুলি, শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা

 

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):-পৌষ সংক্রান্তির পুণ্যস্নান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলী মেলা শুরু হয়ে গেল। পুরনো রীতি ও সংস্কৃতিকে সামনে রেখে বুধবার, ১৪ জানুয়ারি থেকে শুরু হল জয়দেব মেলা। সরকারিভাবে এই মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত।বীরভূম জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম এই মেলা বর্তমানে বাউল মেলা হিসেবেও বিশেষভাবে পরিচিত।


মেলা শুরুর প্রথম দিন থেকেই আবেগ, উৎসাহ ও উদ্দীপনায় লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলীতে। ভোর থেকেই অজয় নদে শুরু হয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নান।

মেলা প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন আখড়ায় বাউল গান ও কীর্তনের সুরে মুখরিত হয়ে উঠেছে জয়দেব কেন্দুলীর আকাশ-বাতাস। বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে অজয় নদীর তীরে এই মেলার আয়োজন করা হয়ে থাকে।

পুণ্যার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী শৌচাগার, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, মেলাকে সুষ্ঠু ও নিরাপদ রাখতে নেওয়া হয়েছে কড়া প্রশাসনিক ব্যবস্থা। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারি।

এবারের জয়দেব মেলাকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। ‘জয়দেবের গর্জন—প্লাস্টিক বর্জন’ স্লোগানকে সামনে রেখে মেলা প্রাঙ্গণে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

অজয় নদীর তীর জুড়ে মেলা বসার পাশাপাশি হাজার হাজার ভক্তের ঢল নেমেছে জয়দেব স্মৃতিবিজড়িত রাধা বিনোদের মন্দিরে, যা বর্তমানে ‘জয়দেব মন্দির’ নামে পরিচিত। ঐতিহাসিক এই মন্দিরটি ১৬৮৩ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর নির্মাণ করেছিলেন। পুজো দেওয়ার জন্য পুজোর ডালি হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা।

মেলাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বীরভূম জেলা পুলিশ সুপার আমনদ্বীপ নিজে মেলা প্রাঙ্গণে ক্যাম্প করে রয়েছেন। ২৪ ঘণ্টা ধরে চলছে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।


নবীনতর পূর্বতন