ব্যস্ত দার্জিলিং মোড়ে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার, কাঁকসা থানার তৎপরতায় উদ্ধার অস্ত্র

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কাঁকসা থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পানাগড়ের ব্যস্ততম এলাকা দার্জিলিং মোড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে কাঁকসা থানার একটি দল আচমকাই ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ধৃত যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয়।

ধৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। কী উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।


নবীনতর পূর্বতন