অভিষেকের বীরভূম সফরের আগেই যুব তৃণমূলে গোষ্ঠীকোন্দল, পদ হারালেন শোয়েব আখতার

 

নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):-
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন বীরভূম জেলা সফরের আগে ফের প্রকাশ্যে এল জেলা যুব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নতুন জেলা যুব তৃণমূল কমিটি ঘোষণার পরই যুব সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়লেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা শোয়েব আখতার। এই সিদ্ধান্ত ঘিরে দলীয় অন্দরে শুরু হয়েছে তীব্র আলোচনা।

মঙ্গলবার প্রকাশিত জেলা যুব তৃণমূল কমিটিতে সভাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরফে বোরহানের নাম থাকলেও, একাধিক পদে পরিবর্তন আনা হয়েছে। তবে আগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকা শোয়েব আখতারের নাম নতুন তালিকায় না থাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুব্রত মণ্ডল ও কাজল শেখ শিবিরের দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রভাবেই এই রদবদল।

পদ হারিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শোয়েব আখতার। তাঁর দাবি, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়াই তাঁর ‘অপরাধ’। পাশাপাশি তিনি জানান, সংগঠনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে পরিকল্পিতভাবে সরানো হয়েছে। বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনবেন বলেও জানান শোয়েব।

সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের ঠিক আগেই যুব তৃণমূলের অন্দরে যে অস্বস্তি ও গোষ্ঠীকোন্দল ফের চরমে উঠেছে, তা স্পষ্ট হয়ে উঠছে

নবীনতর পূর্বতন