২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সংগঠন জোরদার, পশ্চিম বর্ধমানে ৯ আসনের জন্য ৪ কো-অর্ডিনেটর নিযুক্ত


সত্যনারায়ণ সিং,আসানসোল(খবর7দিন প্লাস):-আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলার মোট ন’টি বিধানসভা কেন্দ্রের জন্য চারজন অভিজ্ঞ নেতাকে কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই নিয়োগের মূল উদ্দেশ্য হলো সংগঠনের তৃণমূল স্তরকে আরও সক্রিয় করা, বুথস্তরে সমন্বয় জোরদার করা এবং নির্বাচনের আগেই সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা।

নতুনভাবে নিযুক্ত কো-অর্ডিনেটরদের দায়িত্ব বণ্টন করা হয়েছে নিম্নরূপ—
দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন প্রদীপ মজুমদার।
কুলটি ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মলয় ঘটককে।
বারাবনি, জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ভি. শিবদাসন দাসু।
রানিগঞ্জ ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে তপস বন্দ্যোপাধ্যায়কে।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আশা, অভিজ্ঞ ও সংগঠনে দক্ষ নেতাদের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ায় দলীয় সংগঠন আরও সুসংহত হবে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। খুব শিগগিরই বিধানসভা স্তরে ধারাবাহিক বৈঠক, জনসংযোগ অভিযান এবং সাংগঠনিক পর্যালোচনার কর্মসূচি শুরু করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নিয়োগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিল—২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল এখন থেকেই পুরোপুরি নির্বাচনী ময়দানে নেমে পড়েছে।


নবীনতর পূর্বতন