জয়দেব মেলার আগে স্বস্তি: অজয় নদের উপর অস্থায়ী ফেরিঘাটের রাস্তার কাজ শুরু

জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম অজয় নদের উপর নির্মিত স্থায়ী সেতু ‘জয়দেব সেতু’ ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জয়দেব মেলার আগে পুরনো অস্থায়ী সেতু তথা ফেরিঘাট পুনরায় চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ, অবরোধ ও ক্ষোভে ফুঁসছিল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা এলাকার সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার আশ্বাস দিয়েছিলেন, স্থায়ী সেতুর পাশাপাশি অস্থায়ী ফেরিঘাট ব্যবস্থাও চালু রাখা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটতে চলেছে—অবশেষে ৩১ ডিসেম্বর থেকে অজয় নদের উপর অস্থায়ী ফেরিঘাটের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়। উল্লেখ্য, বিদ বিহারের নবগ্রাম থেকে জয়দেব কেন্দুলী মেলায় যাতায়াতের জন্য এই অস্থায়ী ফেরিঘাট আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এই সংযোগ ব্যবস্থা বন্ধ থাকলে এলাকার মানুষের রুজি-রুটিতে বড়সড় প্রভাব পড়বে।

এদিকে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের প্রধান বুম্বা রুইদাস সাংবাদিকদের জানান, অস্থায়ী ফেরিঘাটের রাস্তা নির্মাণের জন্য বীরভূমের ইলামবাজার ব্লক প্রশাসন কিংবা জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। কীভাবে এই রাস্তা পুনর্নির্মাণ হচ্ছে, সে বিষয়ে তাঁদের কাছে স্পষ্ট তথ্য নেই বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে, এদিন জেসিবি মেশিনের মাধ্যমে ফেরিঘাটে রাস্তার কাজ পুরোদমে চলতে দেখা যায়। বিষয়টি নিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,


“জয়দেব মেলার সঙ্গে সাধারণ মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। মানুষের আবেগে যাতে কোনও আঘাত না লাগে, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

জয়দেব মেলার ঠিক আগে অস্থায়ী ফেরিঘাটের রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী, যদিও অনুমতি ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নবীনতর পূর্বতন