তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত কাঁকসায়, পতাকা উত্তোলনের পাশাপাশি ৫০০ দুঃস্থ মানুষের হাতে শীতকম্বল

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-১৯৯৮ সালের ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের দিনেই তৃণমূল কংগ্রেস দল গঠন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর রাজ্যজুড়ে দলীয় প্রতিষ্ঠা দিবস পালন করেন তৃণমূল কর্মীরা।বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের মোল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান উজ্জ্বল মল্লিক, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লকের সভাপতি নবকুমার সামন্ত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

দলীয় পতাকা উত্তোলনের পর সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানবিক কর্মসূচির অঙ্গ হিসেবে ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন তৃণমূল কর্মীরা।

এই প্রসঙ্গে ব্লকের সাধারণ সম্পাদক পিরু খান জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস সারা বছর সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। প্রতিষ্ঠা দিবসের দিনেও তারই অঙ্গ হিসেবে দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজকের দিনে দলের সকল কর্মী শপথ নিয়েছেন আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন।


নবীনতর পূর্বতন