নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-
পানাগড়ে অনুষ্ঠিত হল একদিনের বিশেষ ওড়িশি নৃত্য কর্মশালা। এই কর্মশালায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওড়িশি নৃত্যশিল্পী গুরু শ্রীমতী রীনা জানা। তাঁর উপস্থিতিতে স্থানীয় নৃত্যপ্রেমী শিক্ষার্থী ও শিল্পীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ওড়িশি ভারতবর্ষের একটি স্বীকৃত শাস্ত্রীয় নৃত্যশৈলী, যার অনুপ্রেরণা উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলির গাত্রে খোদাই করা ভাস্কর্য ও স্থাপত্য। শাস্ত্রীয় সৌন্দর্য, ভাব ও ছন্দের মেলবন্ধনে ওড়িশি নৃত্য আজ বিশ্ব দরবারে সমাদৃত। এই নৃত্যশৈলীর অগ্রণী গুরু পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের শিষ্যা শ্রীমতী রীনা জানা দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে ওড়িশি নৃত্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
এই কর্মশালার আয়োজন করে ওড়িশি ড্যান্স একাডেমি, যার কর্ণধার অনিশা মণ্ডল ও সঞ্জয় সাউ—দুজনেই ওড়িশি নৃত্যশিল্পী ও অভিজ্ঞ শিক্ষক। এই সংস্থার মাধ্যমে শিশুদের শুদ্ধ ও প্রথাগত ওড়িশি নৃত্য শিক্ষা দেওয়া হয়। বর্তমান সময়ে সমাজে হিংসা, ক্ষোভ ও অসাংস্কৃতিক পরিবেশের বিরুদ্ধে সুস্থ সাংস্কৃতিক চেতনা গড়ে তোলাই এই একাডেমির মূল লক্ষ্য।
এছাড়াও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের আগ্রহী ও মেধাবী শিশুদের বিনামূল্যে নৃত্যশিক্ষা দেওয়া হয় এবং ভবিষ্যতে তাদের কেরিয়ার গড়ে তুলতে সহায়তা করা হয়। পানাগড়ে এই কর্মশালার মাধ্যমে শাস্ত্রীয় নৃত্যচর্চা ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদী আয়োজকেরা।


