বাংলাতেই কি শুধু অনুপ্রবেশকারী?” এস আই আর ইস্যুতে বড়জোড়ার সভা থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

শুভেন্দু লায়েক,বাঁকুড়া(খবর7দিন প্লাস):এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর। এই আবহেই মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহপুর ময়দানে এক বিশাল জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সভামঞ্চ থেকে এসআইআর প্রসঙ্গ টেনে বিজেপির দাবি ও কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিজেপির বক্তব্য, এসআইআর-এর মাধ্যমে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই দাবিকে প্রশ্নের মুখে ফেলে মমতা বলেন,
“বাংলাতেই নাকি শুধু অনুপ্রবেশকারী আছে। কাশ্মীরে নেই, দিল্লিতে নেই। তাহলে পহেলগাঁওয়ে হামলা হল কীভাবে? দিল্লিতে যে ঘটনা ঘটল, সেটা কারা করল?”
তাঁর অভিযোগ, বাংলাকে লক্ষ্য করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, কেন মাত্র দু’মাসের মধ্যে তড়িঘড়ি করে এসআইআর সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ার জেরে এখনও পর্যন্ত ৫৮ থেকে ৬০ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন তিনি।

এর আগে সভার শুরুতেই গত ১৪ বছরে তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একসময় মাওবাদী আতঙ্কে বাঁকুড়ায় পর্যটকরা আসতে ভয় পেতেন, আজ সেই পরিস্থিতি বদলেছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্যের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। বাঁকুড়া জেলার পড়ুয়াদের ভালো ফলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ তুলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্য,
“উত্তর প্রদেশ, অসম, ওড়িশা, রাজস্থান বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। অথচ বাংলায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক থাকলেও আমরা কাউকে হেনস্থা করি না।”

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২টি আসনের মধ্যে ৮টিই হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জেলার দুই আসনের মধ্যে বিষ্ণুপুরে জয় পায়নি শাসক দল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়জোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই আক্রমণাত্মক বার্তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


নবীনতর পূর্বতন