নিজস্ব সংবাদদাতা,বীরভূম(খবর7দিন প্লাস):- জয়দেব মেলার প্রাক্কালে অজয় নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণের অনুমতি না মেলায় চরম ক্ষোভে ফেটে পড়লেন কাঁকসার বিদবিহার এলাকার বাসিন্দারা। বিদবিহার থেকে জয়দেব কেন্দুলিগামী গুরুত্বপূর্ণ সংযোগপথে অবস্থিত অজয়ের অস্থায়ী সেতুর দাবিতে মঙ্গলবার বিজেপির নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও রাস্তা অবরোধ করা হয়।
এই অবরোধে সামিল হন এলাকার বহু সাধারণ মানুষও। প্রায় এক ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে গুরুত্বপূর্ণ এই রাস্তা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জয়দেব মেলার আগে এমন ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ চলাকালীন গোলসির বিধায়ক নেপাল ঘড়ুই ‘নিখোঁজ’ এই অভিযোগ তুলে স্লোগান দিতে শোনা যায় আন্দোলনকারীদের।
বিজেপি নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন,
“প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছিল অজয় নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। কিন্তু শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে। মন্ত্রী প্রদীপ মজুমদার কোথায়? বিধায়ক নেপাল ঘড়ুই কোথায়? অবিলম্বে সেতু নির্মাণের কাজ শুরু না হলে ধারাবাহিকভাবে আন্দোলন ও অবরোধ চলবে।”
অন্যদিকে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর জানান,আন্দোলন করা প্রত্যেকের অধিকার। শেষ পর্যন্ত অস্থায়ী সেতু নির্মাণের কোনও কাজ শুরু না হওয়ায় মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ রয়েছে। সেই প্রভাব পঞ্চায়েতেও পড়তে পারে। আমরাও চাই, অজয়ের উপর অস্থায়ী সেতু দ্রুত নির্মিত হোক।”
জয়দেব মেলার আগে অস্থায়ী সেতু না হলে বিদবিহার ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


