জয়দেব কেন্দুলী মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, আজ থেকে অনলাইনে স্টল বুকিং শুরু


জয়ন্ত মন্ডল,বীরভূম(খবর7দিন প্লাস):- বীরভূমের বৃহত্তম ও ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলী মেলা শুরু হতে আর মাত্র সাত দিন বাকি। বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলীতে আগামী ১৩ জানুয়ারি থেকে এই মেলা শুরু হবে, যা সরকারি ভাবে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে জয়দেব মেলা পরিচালনার দায়িত্বে রয়েছে বীরভূম জেলা প্রশাসন। মেলাকে ঘিরে স্টল বুকিং প্রক্রিয়া আজ ৬ জানুয়ারি থেকে অনলাইন ও অফলাইন—দু’ভাবেই শুরু হয়েছে। ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার জানান, প্রায় ৬০০ জন পুরনো স্টল মালিকের জন্য আজ ও আগামীকাল অনলাইনে বুকিংয়ের সুযোগ রাখা হয়েছে। নতুন স্টল মালিকদের জন্য বুকিংয়ের দিন নির্ধারিত হয়েছে ৮ ও ৯ জানুয়ারি।

‘প্রয়াস’ নামক অ্যাপের মাধ্যমে জয়দেব কেন্দুলীর সরকারি গেস্ট হাউসে অনলাইনে স্টল বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, জয়দেব কেন্দুলী মেলা মূলত বাউল মেলা হিসেবেই পরিচিত। পৌষ সংক্রান্তির পুণ্যলগ্নে প্রতিটি আখড়ায় বাউল সুরে মুখরিত হবে কেন্দুলীর আকাশ-বাতাস। এখানে স্থায়ী আখড়ার সংখ্যা ১১০টি। গত বছর মেলায় ১৭০টি অস্থায়ী আখড়া বসেছিল, যা এ বছর আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর।

এবারের মেলাকে উন্মুক্ত শৌচবিহীন ও প্লাস্টিকবিহীন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ও ব্লক প্রশাসন। উন্মুক্ত শৌচ প্রথা বন্ধ ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। মেলা চলাকালীন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়মিত নজরদারি চালাবেন বলেও জানানো হয়েছে।

নবীনতর পূর্বতন