নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):-লাইফ সার্টিফিকেট আপডেট করে দেওয়ার নাম করে এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে মুম্বাই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার সাইবার বিভাগ। ধৃতের নাম আবু দারদা এহমদ। তাঁর বাড়ি উত্তর প্রদেশে হলেও দীর্ঘদিন ধরে তিনি মুম্বাইয়ে বসবাস করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা যায়, কাঁকসার বামুনারা এলাকার তপোবন সিটির বাসিন্দা প্রবীণ অশোক কুমার রায়ের কাছ থেকে দফায় দফায় প্রায় ৬ লক্ষ ২২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। নিজেকে প্রতারিত বলে বুঝতে পেরে গত ২৭ নভেম্বর কাঁকসা থানার সাইবার বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন অশোক বাবু।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে কাঁকসা থানার সাইবার বিভাগের পুলিশ আধিকারিকরা। প্রযুক্তির সাহায্যে প্রতারকের অবস্থান শনাক্ত করে পুলিশ জানতে পারে, মূল অভিযুক্ত মুম্বাইয়ে রয়েছে। সেই অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কাঁকসা থানার একটি দল মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
প্রায় দু’দিন নজরদারির পর গত ৫ জানুয়ারি অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, মুম্বাইয়ে তাঁর একাধিক সেলুন রয়েছে। গ্রেফতারের পর ৬ জানুয়ারি ধৃতকে মুম্বাইয়ের আদালতে পেশ করা হলে কাঁকসা থানার পুলিশ ট্রানজিট রিমান্ডে তাকে নিজেদের হেফাজতে নেয়। শুক্রবার রাতে তাকে কাঁকসা থানায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ধৃত ব্যক্তি অন্য কোনও সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কিনা, সেই বিষয়েও তদন্ত চলবে বলে জানিয়েছেন কাঁকসা থানার সাইবার বিভাগের আধিকারিকরা।

