সর্ষে দানায় নেতাজি, আবারও চমক সৌরভের

পার্থ ঝা,মালদহ(খবর7দিন প্লাস):-একের পর এক ব্যতিক্রমী শিল্পকর্মে চমক দিয়ে চলেছেন মালদহের মাইক্রো আর্ট শিল্পী সৌরভ মালাকার। এবারে ক্ষুদ্র শিল্পকলার মাধ্যমে তিনি এঁকেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি—তাও আবার একটি ছোট্ট সর্ষে দানার ওপর। মাত্র কুড়ি মিনিটে এই অসাধ্য সাধন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

মালদহ জেলার মানিকচক ব্লকের মথুরাপুর অঞ্চলের হরিবাসর গ্রামের বাসিন্দা যুবক সৌরভ মালাকার ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা ও আলাদা টান অনুভব করে আসছেন। সেই কারণেই প্রতিবছর নেতাজির জন্মদিনে তিনি ভিন্নভাবে শ্রদ্ধা জানাতে উদ্যোগী হন। এবছর মাইক্রো আর্টের মাধ্যমে সর্ষে দানার ওপর নেতাজির প্রতিকৃতি এঁকে সেই শ্রদ্ধার প্রকাশ ঘটালেন।

এর আগেও সৌরভ তাঁর শিল্পকর্মের মাধ্যমে নজর কেড়েছেন। কখনও মোটর ডালের ওপর, কখনও নখের ডগায়, আবার কখনও নদীর চরে বালির ভাস্কর্যের মধ্যেও তিনি তৈরি করেছেন নেতাজির প্রতিকৃতি। তাঁর এই অনন্য শিল্পকলা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।এই বিষয়ে সৌরভ মালাকার বলেন,“নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে হয়তো আজও আমরা ইংরেজদের দাসত্বেই আবদ্ধ থাকতাম। তাঁর আত্মত্যাগ ও নেতৃত্বের ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি। সেই মহান দেশনায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ।”

ক্ষুদ্র পরিসরে মহান ব্যক্তিত্বকে তুলে ধরার এই অভিনব প্রয়াস নিঃসন্দেহে শিল্পপ্রেমী ও সাধারণ মানুষের কাছে এক অনুপ্রেরণার বার্তা বহন করছে।


নবীনতর পূর্বতন