ভিন রাজ্য থেকে এসে বোবা সেজে রেকি,তারপর চুরি করত দামি ল্যাপটপ,কম্পিউটার ও মোবাইল।পুলিশের জালে ধরা পড়লো তিনজন দুষ্কৃতী

 নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(খবর7দিন প্লাস):- বেশ কয়েক বছর ধরে চেন্নাই থেকে আসা একটি দুষ্কৃতীর দল দুর্গাপুরে এসে শহরের বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার, ল্যাপটপ ও দামী মোবাইল চুরি করে ফের চেন্নাই ফিরে যেতো। অবশেষে কোকওভেন থানার পুলিশের জালে ধরা পড়লো ওই দুষ্কৃতী দলের তিনজন। পুলিশ জানতে পারে ওই দলটি এখানে কাজ করার নাম করে লিলুয়া বাঁধ এলাকায় একটি ঘর ভাড়া করে থাকত। তাদের মধ্যে একজন বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত। সেই সময়ই সে দেখে নিত কোন কোন বাড়িতে কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে। সে ওই বাড়ি গুলি চিহ্নিত করে রাখত। তারপর মাঝরাতে ওই দুষ্কৃতির দলটি বের হয়ে ওই সব বাড়ি থেকে কৌশলে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন চুরি করে নিত। 

পুলিশের কাছে এই সব চুরির একাধিক অভিযোগ আসতে থাকায় নড়েচড়ে  বসে কোকওভেন থানার পুলিশ।শুরু হয় তদন্ত। তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লিলুয়া বাঁধ এলাকায় ওই বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করে  তিন দুষ্কৃতিকে। সেখান থেকে ৩ টি ল্যাপটপ চৌত্রিশটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে এই দলটি প্রতি বছর চেন্নাই থেকে এসে দুর্গাপুরে এই ধরনের অপরাধ করে। চুরি করা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফের চেন্নাইতে নিয়ে গিয়ে সেখানে বিক্রি করত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই দুষ্কৃতী দলটি বাঁকুড়া,বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমান এর বিভিন্ন এলাকায় এই ধরনের চুরি চালাত। তাদের সঙ্গে আরও কারা কারা যুক্ত আছে তা জানার জন্য পুলিশ জেরাওই দুষ্কৃতীদের জেরা শুরু করেছে।

নবীনতর পূর্বতন