মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা সফরের আগে সাসপেন্ড করা হলো দুই পুলিশ আধিকারীকে


 নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ(খবর7দিন প্লাস):- সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার আগেই শমসেরগঞ্জ থানার দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। অবশ্য আগেই তাঁদের শোকজ করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছিল। তার মধ্যেই সাসপেন্ড করার কথা জানাল জঙ্গিপুর জেলা পুলিশ। সাসপেন্ড হওয়া দুই পুলিশ অফিসারের মধ্যে রয়েছেন সমশেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ। এ ছাড়াও সেকেন্ড অফিসার জালালউদ্দিন আহমেদকেও সাসপেন্ড করলেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিতকুমার সাউ। তাঁদের বিরুদ্ধে উঠেছিল কর্তব্যে গাফিলতির অভিযোগ। পুলিশ আইনের একাধিক ধারা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই ওই দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

নবীনতর পূর্বতন