কাশ্মীরের পেহেলগাঁও তে নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার প্রতিবাদে এবং মৃত পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি জানালো পানাগড় শ্রীদত্রী নারী শক্তির


নিজস্ব সংবাদদাতা,কাঁকসা(খবর7দিন প্লাস):- গত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁও তে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা।এই ঘটনায় অন্তত ২৬জন পর্যটকের মৃত্যু হয়।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং মৃত পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ বিকাল ৫টা থেকে পানাগড় শ্রীদাত্রী নারী শক্তির পক্ষ থেকে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয় পানাগড় বাজারে।এদিন পানাগড়ের মহিলা পরিচালিত শ্রীদাত্রী নারী শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহিলা সদস্যরা মিছিলে অংশগ্রহণ করেন।এদিন মুখে কালো কাপড় বেঁধে পানাগড় বাজারের চৌমাথা থেকে মিছিল শুরু করে পানাগড় বাজার ঘুরে গুরুদুয়ারের সামনে মিছিল শেষ হয়।মিছিল শেষে মৃত ২৬ জনের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি জানাই সকলে।

সংগঠনের সদস্য ছন্দিতা দত্ত বলেন,কাশ্মীরে যে কয়জন জঙ্গি নিরীহ পর্যটকদের হত্যা করেছে এবং এই ধরনের জঙ্গি হামলার পিছনে যারা মদত দিয়েছে বা দিচ্ছে তাদের যেনো কঠোরতম শাস্তি হয়।ভারত সরকারের কাছে তারা সেই আবেদন জানিয়েছেন।

নবীনতর পূর্বতন