জয়ন্ত মণ্ডল,বীরভূম (খবর7দিন প্লাস):- ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার দুবরাজপুর ১৪ নম্বর জাতীয় সড়কে উত্তরকোনা মোড় সংলগ্ন এরিয়ায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ ২৪ শে মে- ২০২৫ দুপুর ১ টা নাগাদ। ইলামবাজার দিক থেকে দুবরাজপুর দিকে যাচ্ছিল একটি কন্টেইনার বোঝায় গাড়ি দ্রুত গতিতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে পাল্টি হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় মানুষরা ছুটে আসে এবং ইলামবাজার থানার প্রশাসনকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি প্রশাসন ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় গাড়িটিকে ক্রেনের সাহায্যে রিকভার করে এবং ড্রাইভারকে অতি শিগগিরই অ্যাম্বুলেন্সে করে যখম অবস্থায় ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীনের জন্য নিয়ে যাওয়া হয়। তবে গাড়িটিতে একজন ছিল বলেই জানা যায়। এই দুর্ঘটনাটি ঘাটার পর কিছু সময়ের জন্য ১৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রশাসনের তৎপরতায় গাড়িটিকে রোড থেকে সরিয়ে দেওয়ার পর আবার পুনরায় যানবাহন চলাচল সচল হয়। ইতিমধ্যেই গাড়িটিকে আটক করেছে ইলামবাজার থানার পুলিশ।।