বাড়ি থেকে উদ্ধার মহিলার ঝুলন্ত মৃতদেহ


নিজস্ব সংবাদদাতা, কাঁকসা(খবর7দিন প্লাস):- এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পানাগড় বাজারে। জানাগেছে মৃতার নাম নেহা কুমারী বয়স আনুমানিক ২২বছর। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পানাগড় বাজারের হিন্দি হাইস্কুলের পেছনের এলাকায়।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে গত দশ মাস আগে নেহার স্বামীর মৃত্যু হয়।তার একটি ১০মাস বয়সের সন্তান রয়েছে। সন্তানের জন্মানোর ২১ দিনের মাথায় তার স্বামীর মৃত্যুর হয়। তারপর থেকেই সে মানসিক অবসাদে ভুগছিল। এদিন দুপুরে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না নিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা দেখতে পায় ,তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

নবীনতর পূর্বতন