কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সেভিক ভলেন্টিয়ারদের রোদ বৃষ্টির হাত থেকে রেহাই পেতে বিভিন্ন জরুরি সামগ্রী তুলে দিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার


 


বাঁকুড়া,মহম্মদ শাহজাহান আনসারী(খবর7দিন প্লাস):- বাঁকুড়া জেলায় বর্তমানে খামখেয়ালি আবহাওয়া, যার যেরে সকাল থেকে তীব্র রোদ সহ ভ্যাপসা গরম থাকলেও বিকেলের পর ঝড়বৃষ্টির দেখা মিলছে এদানিং। আর এই প্রখর রোদকে মাথায় নিয়ে এবং ঝড় বৃষ্টির ঝাপট সহ্য করেই প্রতিনিয়ত দায়িত্ব পালনে অনড় থাকছেন  জেলার বিভিন্ন প্রান্তের ট্রাফিকে কর্তব্যরত কর্মীরা। তাই জেলার বিভিন্ন প্রান্তের ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার দের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা পুলিশ। এদিন অন্যান্য জায়গার সাথে সাথে বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকায় ট্রাফিককে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দের হাতে তুলে দেওয়া হল ওআরএস, জলের বোতল, ছাতা, ব্যাগ সহ অন্যান্য আরো সামগ্রী। যাতে তীব্র রোদ আর বৃষ্টি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে ঐ কর্মীরা।

অন্যদিকে বাঁকুড়া পুলিশ সুপার জেলার সাম্প্রতিক কয়েকটি প্রসঙ্গ তুলে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিয়ে সচেতনতা করার পাশাপাশি সঠিক নিয়ম মেনে ড্রাইভ করার আহ্বানও দেন জেলাবাসীর কাছে। 


নবীনতর পূর্বতন