মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কুলটি এলাকায় চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার

কাজল মিত্র,আসানসোল(খবর7দিন প্লাস):- মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার!কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত রক্তা,ডিসেরগড়!নদী ঘাটের থেকে আটো ও ট্রাক্টরে করে চলছে বালি পাচার!পুলিশের ভূমিকা নীরব দর্শক বলে অভিযোগ স্থানীয়দের!যদিও ট্রাক্টরের চালক বলেন বালির কোনো চালান তাঁদের কাছে নেই এই বিষয়ে মালিকরা জানে!

যদিও এই বিষয়ে কুলটি ব্লক যুব তৃর্ণমুল কংগ্রেস সভাপতি বলেন পুলিশ ও বিএলআরও অভিযান চালায়!যদি এই রকম হয়ে থাকে পুলিশ ও বীএলআরও কে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন!এই বিষয়ে বী এল আর ও আধিকারিক রাজ কুমার মুখার্জি জানান প্রতিনিয়ত অভিযান চালানো হয়! কিন্তু প্রতিনিয়ত অভিযান চালানোর পরেও কেনো চলছে বালি প্রশ্ন থেকেই যাচ্ছে!এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন কুলটিতে অবৈধ বালি কারবার চলছে জার বেশির ভাগ ডিসেরগড় ঘাট রক্তা ঘাট থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচার হচ্ছে!কয়েক বছর থেকে চলছে!আমরা প্রশাসনিক জায়গায় জানিয়েছি ডেপুটেশন দিয়েছি কিন্তু কোনো ফল মেলেনি!তার অভিযোগ প্রশাসনের মদতে এই পাচার চলছে!আমরা এই নিয়ে আন্দোলন করবো!অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ বদল হয়ে যাচ্ছে!এই বিষয়ে কুলটির বিজেপি বিধায়কের অভিযোগ সরাকারের মদতে চলছে এই কাজ বালি পাথর কয়লা ওদের লোক করছে। কাটমানির সরকার!




নবীনতর পূর্বতন