নিজস্ব সংবাদদাতা,বীরভূম,(খবর7দিন প্লাস):-রাত্রি আনুমানিক ২টার সময় কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাসকল গ্রাম রেলগেটের কাছে কীর্ণাহার-ফুটিসাঁকো রোডে অভিযান চালিয়ে একটি ডাকাত দলের ৫ জনকে গ্রেফতার করে বলে জানা যায়। পুলিশের তৎপরতায় একটি বড় ডাকাতির ছক ভেস্তে যায়। তাদের নাম, সেখ কাঞ্চন বয়স ২৪ বাড়ি লাভপুরের ফলগ্রামে। রাহুল সেখ বয়স ২২ বাড়ি লাভপুরের ঠাকুরপাড়ায়। কারণ বেদ বয়স ২৪ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার শংকরপুর গ্রামে। সুরিয়া বেদ বয়স ২২ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে। গোপীচাঁদ বেদ, পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযানে ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে দলটির আরও ৫ থেকে ৬ জন সদস্য অন্ধকারে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া ৫ জনকেআজ তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।