স্ত্রীর গলা কেটে হত্যা করল কাঁচরাপাড়ার উজ্জ্বল মন্ডল

 

নিজস্ব সংবাদদাতা,(খবর7দিন প্লাস):- দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল উজ্জল মণ্ডলের স্ত্রী জ্যোৎস্না মন্ডল সঙ্গে। পারিবারিক ঝামেলায় এমন পর্যায়ে চলে যায় যে গত সোমবার রাতে জোৎস্না মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে গোলা কেটে খুন করলেন তার নিজের স্বামী। ইতিমধ্যেই স্বামী উজ্জ্বল মণ্ডল কে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ প্রসঙ্গত বাসন্তীতে দেওরের হাতে খুন হতে হয়েছিল বৌদিকে ঠিক সেই একই রকম ঘটনা প্রকাশ্যে এলো কাঁচরাপাড়া শহরে। কাঁচরাপাড়া শহরের ২৪ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির বাসিন্দার বছর ৪৫ এর জোসনা মন্ডল প্রতিদিনের মতো নিজের ঘরেই শুয়ে ছিলেন কিন্তু গভীর রাতে তার ঘরের টালি খুলে ঘরে প্রবেশ করে তার স্বামী উজ্জ্বল মণ্ডল এবং ভেতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এই ভয়ংকর ঘটনা প্রকাশ্যে আসতেই  একটা আতঙ্কেরপরিবেশ তৈরি হয়েছে। প্রতিবেশী এবং পরিবার সূত্রে জানা যায় এর আগেও বহুবার তার শাশুড়িকে তার শশুর প্রাণে মারার হুশিয়ারি দিয়েছিল । গত সোমবার তা শেষ পর্যায়ে পৌঁছে দেয় তার শ্বশুরমশাই। তার শ্বশুরমশাইয়ের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করেছেন তার বৌমা সহ প্রতিবেশীরা।

নবীনতর পূর্বতন