মুর্শিদাবাদে ট্রেকার- ডাম্পারের ধাক্কায় মৃত অন্তত ৫, আহত ১০জনেরও বেশি

  

সুজন চক্রবর্তী,ভারতপ্রতিনিধি,(খবর7দিন প্লাস):- রবিবার (২২ জুন)  মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার গোর্কণ পাওয়ার হাউস মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৫ জনের আহত ১০ জন। তাঁদের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের মধ‍্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জানা যায়, বীরভূমের বেলে এলাকা থেকে স্নান করে ফিরছিলেন ২০ জন পুণ‍্যার্থীর একটি দল। রবিবার (২২ জুন) সকালে ট্রেকার চড়ে ফেরার পথে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ ঘটে ট্রেকারটির। ঘটনাস্থলে ট্রেকারটি উল্টে যায়। গাড়ির চালক সহ মৃত্যু হয় ৫ জনের। মৃতদের মধ‍্যে ৩ জন মহিলা বলে জানা গেছে। বাকিরা আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। তাঁদের ১০ জনকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। জানা যায়, মৃত এবং আহতদের সকলের বাড়ি মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার রুকুনপুর এলাকায়। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে

নবীনতর পূর্বতন