মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া,(খবর7দিন প্লাস):-ডিভিসি-র ছাড়া জলেই বারবার বন্যা পরিস্থিতি তৈরী হয় বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের। শনিবার তালডাংরার পাঁচমুড়া হাই স্কুল ত্রাণ শিবির পরিদর্শণ করতে এসে তিনি ওই কথা বলার পাশাপাশি বিগত বাম সরকারকেও আক্রমণ করেন। তিনি বলেন, আগে বাম আমলে বন্যা হলে মানুষ গাছে কিম্বা অন্যের বাড়ির ছাদে উঠে প্রাণ বাঁচাতো। এখন রাজ্য সরকারই বন্যা দূর্গতদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। এছাড়াও তিনি বলেন, এখনও পর্যন্ত যা খবর তাতে ১ হাজার ৫ টি বাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রত্যেকের পাশেই রাজ্য সরকার আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অস্থায়ী ত্রাণ শিবিরে থাকা প্রত্যেককেই বাড়ি ফেরানো হবে।
তবে এই অস্থায়ী ত্রাণ শিবিরে থাকা অনেকেই জানিয়েছেন, সরকারী প্রকল্পে তারা বাড়ি পাননি। বন্যার জলে বাড়ি ভেঙ্গে পড়েছে। এখন সরকারী সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে তারা জানান।
জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়দের উপস্থিতিতে মন্ত্রী মলয় ঘটক ত্রাণ শিবিরে আশ্রয়কারীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এদিন মোট ৬০০ জনের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানা গেছে।